এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পুষ্প পুষ্প ছিল বৃক্ষশাখে হে নারী, তোমার অপেক্ষায়: পল্লবচ্ছায়ায় । ‘. তোমার নিশ্বাস তারে লেগে অস্তরে সে উঠিয়াছে জেগে, মুখে তব কী দেখিতে পায় ॥ সে কহিছে, বহু পুৰ্ব্বে তুমি আমি কবে এক সাথে আদিম প্রভাতে প্রথম আলোকে জেগে উঠি এক ছন্দে বঁtধ রাখী দু’টি দু’জনে পরিস্থ হাতে হাতে ॥ আধে আলে। অন্ধকারে উড়ে একু মোরা পাশে পাশে প্রাণের বাতাসে । একদিন কবে কোন মোহে হুই পথে চলে গেনু দোহে, . సౌభాగ్రి অামাদের মাটির অাবাসে ॥