এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিচিত্রিত গোয়ালিনী হাটেতে চলে পথের বঁাকে বাকে হে গোয়ালিনী, শিশুরে নিয়ে কাখে । হাটের সাথে ঘরের সাথে বেঁধেছ ডোর অাপন হাতে পরুষ কল-কোলাহলের ফঁাকে ॥ হাটের পথে জানিনা কোন ভুলে কৃষ্ণকলি উঠিছে ভরি’ ফুলে । কেনাবেচার বাহনগুলা যতই কেন উড়াক ধূলা তোমারি মিল সে ঐ তরুমূলে। শালিখ পাখী তাহার-কণা আশে মাঠের পরে চরিছে ঘাসে ঘাসে । আকাশ হোতে প্রভাত রবি দেখিছে সেই প্রাণের ছবি, তোমারে আর তাতারে দেখে হাসে ॥ মায়েতে আর শিশুতে দোহে মিলে’ ভিড়ের মাঝে চলেছ নিরিবিলে । দুধের ভীড়ে মায়ের প্রাণ মাধুরী তার করিল দান, লোভের ভালে স্নেহের ছোওয়া দিলে ॥