এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিচিত্রিত S X উদ্দেশহীন দুর্গম কোনখানে চলে। দুঃসহ দুঃসাহসের টানে * দিল আহবান আলস-নিদ্রা-নাশ৷ উদয়কুলের শৈলমূলের বাসা, আমরালোকের নব আলোকের ভাষা দীপ্ত হয়েছে দৃপ্ত তোমার প্রাণে ॥ অদূরে সুনীল সাগরে উৰ্ম্মিরাশি উত্তালবেগে উঠিছে সমুচ্ছসি । পথিক ঝটিকা রুদ্রের অভিসারে উধাও ছুটিছে সীমা-সমুদ্রপারে, উল্লোল কল-গজ্জিত পারাবারে ফেন-গর্গরে ধ্বনিছে অট্টহাসি । আত্মলোপের নিত্য নিবিড় কারা, তুমি উদাম সেই বন্ধনহারা । কোনো শঙ্কার কাম্মুক-টঙ্কারে পারে না তোমারে বিহবল করিবারে, মৃত্যুর ছায়া ভেদিয়া তিমির পারে নির্ভয়ে ধাও যেথা জ্বলে ধ্রুবতারা । চাহে নারী তব রথ-সঙ্গিনী হবে, তোমার ধনুর তৃণ চিহ্নিয়া লবে। অবারিত পথে আছে আগ্রহ ভরে তব যাত্রায় আত্মদানের তরে, গ্রহণ করিয়ো সম্মানে সমাদরে, জাগ্রত করি’ রাখিয়ো শঙ্খরবে