পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{9 বিচিত্রিতা ^es হার শুক্লা একাদশী । । . حه লাজুক রাতের ওড়না পড়ে খসি’ বটের ছায়াতলে, নদীর কালো জলে । দিনের বেলায় কৃপণ কুসুম কুণ্ঠাভরে যে-গন্ধ তার লুকিয়ে রাখে নিরুদ্ধ অস্তরে আজ রাতে তার সকল বাধা ঘোচে, আপন বাণী নিঃশেষিয়া দেয় সে আসঙ্কোচে ॥ অনিদ্র কোকিল দূর শাখাতে মুহমু হু খুঁজতে পাঠায় কুহুগানের মিল । যেনরে আজ সময় তাহার নাই, একরাতে আজ এই জীবনের শেষ কথাটি চাই । ভেবেছিলেম সইবে না আজ লুকিয়ে রাখ৷ বদ্ধ বাণীর অক্ষুটতায় যে কথা মোর অৰ্দ্ধাবরণঢাকা । ভেবেছিলেম বন্দীরে আজ মুক্ত করা সহজ হবে, ক্ষুদ্র বাধায় দিনে দিনে রুদ্ধ যাহা ছিল অগৌরবে ।