পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bbr r ঐ যে তোমার মানস-প্রজাপতি ঘরছাড়া সব ভাবনা যত, অলসদিনে কোথা ওদের গতি ।

  • দখিন হাওয়ার সাড়া পেয়ে চঞ্চলতার পতঙ্গদল ভিতর থেকে বাইরে আসে খেয়ে ।

চেলাঞ্চলে উতল হ’ল তারা, চক্ষে মেলে চপল পাখা আকাশে পথহারা । বকুলশাখায় পাখীর হঠাৎ ডাকে । চমকে-যাওয়া চরণ ঘিরে ঘুরে বেড়ায় সাড়ির ঘূর্ণিপাকে। r কাটায় ব্যর্থ বেলা অঙ্গে অঙ্গে অস্থিরতার চকিত এই খেলা ॥ মনে তোমার ফুলফুটানো মায়া অফুট কোন পুর্বরাগের রক্তরঙীন ছায়। ঘিরল তারা তোমার চারিপাশে ইঙ্গিতে আভাসে ক্ষণে ক্ষণে চমকে বলেকে । তোমার অলকে দোলা দিয়ে বিনা ভাষায় আলাপ করে কানে কানে, নাই কোনো যার মানে ॥ মরীচিকার ফুলের সাথে মরীচিকার প্রজাপতির মিলন ঘটে ফাঙ্কন প্রভাতে । আজি তোমার যৌবনেরে ঘেরি’ যুগলছায়ার স্বপন খেলা তোমার মধ্যে হেরি।