এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৬ সঙ্কোচের এই আবরণ দূর করে সেদিন কহিবে—দেখ মোরে। সে দেখিবে উর্ধে মুখ তুলি স্বপ্ত হয়ে পড়ে গেছে ধূসর সে কুষ্ঠিত গোধূলি, দিগন্তের পরে স্মিতহাসে । পূর্ণ চন্দ্র এক জাগে বসন্তের বিস্মিত আকাশে। বুঝিবেসে দেহে মনে o প্রচ্ছন্ন হয়েছে তরু পুম্পিত লতার আলিঙ্গনে । ৰিচিত্রিত