এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিচিত্রিত ছায়াসঙ্গিনী কোন ছায়াখানি সঙ্গে তল ফেরে ল’য়ে স্বপ্নরুদ্ধ বাণী তুমি কি আপনি তাঙ্গ জানে। চোখের দৃষ্টিতে তব রয়েছে বিছানো তাপন-বিস্মৃত তারি স্তম্ভিত স্তিমিত অগ্রবারি ॥ একদিন জীবনের প্রথম ফাল্গুনী এসেছিল, তুমি তারি পদধ্বনি শুনি’ কম্পিত কৌতুকী যেমনি খুলিয়া দ্বার দিলে উকি অস্ত্রমঞ্জরীর গন্ধে মধুপগুঞ্জনে হৃদয়স্পন্দনে একছন্দে মিলে গেল বনের মৰ্ম্মর। অশোকের কিশলয়স্তর উৎসুক যৌবনে তব বিস্তারিল নবীন রক্তিম। প্রাণোচ্ছ্বাস নাহি পায় সীমা