পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\o o বিচিত্রিত তোমার আপন মাঝে, সে প্রাণেরি ছন্দ বাজে দূর নীল বনাস্তের বিহঙ্গ সঙ্গীতে, দিগন্তে নির্জনলীন রাখালের করুণ বংশীতে । তব বনচ্ছায়ে আসিল তাতিথি পান্থ, তৃণস্তরে দিল সে বিছায়ে উত্তর-অংশুকে তার সুবর্ণ পূর্ণিমা, চম্পক বর্ণিমা । তারি সঙ্গে মিশে’ প্রভাতের মৃত্যু রৌদ্র দিশে দিশে তোমার বিধুর হিয়৷ দিল উচ্ছাসিয়া ॥ তারপর সসঙ্কোচে বদ্ধ করি’ দিলে তব দ্বার ; উচ্ছ,জ্বল সমীরণে উদান কুন্তলভার লক্ট লে সংযত করি’,— অশান্ত তরুণ প্রেম বসন্তের পন্থ অনুসরি’ স্থলিত কিংশুক সাথে জীর্ণ হোলে ধূসর ধূলাতে ৷ তুমি ভাবে সেই রাত্রিদিন চিহ্নহীন মল্লিকা-গন্ধের মতে, fমবির্বশেষে গত । জানে! না কি যে-বসন্ত সম্বরিল কায় তারি মৃত্যুহীন ছায়।