পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুগল অামি থাকি এক, এই বাতায়নে ব’সে এক বৃন্তে যুগলকে দেখা, সেই মোর সার্থকতা ; বুঝিতে পারি সে কথা লোকে লোকে কী আগ্রহ তাক্ষরত করিছে সন্ধান আপনার বাহিরেতে কোথা হবে আপনার দাম তা নিয়ে বিপুল দুঃখে বিশ্বচিত্ত জেগে উঠে, তারি সুখে পূর্ণ হ’য়ে ফুটে যা কিছু মধুর । যত বাণী যত সুর, যত রূপ, তপস্যার যত বহ্নিলিখা, সৃষ্টি-চিত্তশিখ, তাকাশে তাকাশে লিখে দিকে দিকে অণুপরমাণুদের মিলনের ছবি। গ্রহ তারা রবি যে আগুন জেলেছে তা’ বাসনারি দাহ, সেই তাপে জগৎ প্রবাহ বিচিত্রিত