এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিচিত্রিত 8 ○ নীহারিকা বাদল-শেষের আবেশ আছে ছুয়ে তমাল-ছায়াতলে, সজনে গাছের ডাল পড়েছে মুয়ে দীঘির প্রাস্তজলে । অস্তরবির পথ-তাকানো মেঘে কালোর বুকে আলোর বেদন লেগে ;— কেন এমন খনে কে যেন সে উঠ ল হঠাৎ জেগে আমার শূন্য মনে । “কে গো তুমি, ওগো ছায়ায় লীন,” . . প্রশ্ন পুছিলাম। সে কহিল, “ছিল এমন দিন জেনেছ মোর নাম । নীরব রাতে নিসুৎ দ্বিপ্রহরে প্রদীপ তোমার জেলে দিলেম ঘরে, চোখে দিলেম চুমো, সেদিন আমায় দেখলে অালস ভরে আধ-জাগা আধ-ঘুমে