এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
o §v 莎২) তৃতীন্তু তুলঙ্ক ఆఫ్రోజ్గాలు বিজয়ার বসিবার ঘর বিজয়া স্বস্থ হইয়াছে তবে শরীব এখনও দুৰ্ব্বল, কালীপদর প্রবেশ কালী । ( অশ্রু-বিকৃত স্বরে ) মা, এতদিন তোমার অসুখের জন্যেই বলতে পারিনি কিন্তু এখন আর না বললেই নয়। ছোটবাবু আমাকে জবাব দিয়েছেন। বিজয় । কেন ? কালী। কৰ্ত্তবাবু স্বর্গে গেছেন–র্তার কাছে কখনো মন্দ শুনিনি, কিন্তু ছোটবাবু আমাকে ছচক্ষে দেখতে পারেন না— দিনরাত গালাগালি করেন । কোন দোষ করি নে তবু—(চোখ মুছিয়া ফেলিয়া) সেদিন কেন তাকে জানাইনি, কেন নরেনবাবুকে তোমার ঘরে ডেকে এনেছিলুম তাই জবাব দিয়েছেন । বিজয়া । (কঠিনস্বরে ) তিনি কোথায় ? কালী। কাছারি ঘরে বসে কাগজ দেখছেন। বিজয় । হু । আচ্ছা দরকার নেই—এখন তুই কাজ কর গে যা ! কালীপদর প্রস্থান