8 বিজয়া প্রথম অঙ্ক বিজয় । তা বটে, কিন্তু এর অনেক পরে আমার নিজের মা মারা গেলে বাবা একদিন কথায় কথায় হঠাৎ বলেছিলেন, কেন যে জগদীশ মদ ধরেছিল সে যেন বুঝতে পারি বিজয় । বিলাস । বলেন কি ? তার মুখে মদ খাবার justification ? বিজয়। আপনি কি যে বলেন বিলাসবাবু! Justification নয়—বাল্যবন্ধুর ব্যথার পরিমাণটাই বাবা ইঙ্গিত করেছিলেন। সন্ত্রম গেল, স্বাস্থ্য গেল, উপার্জন গেল, সমস্ত নষ্ট করে তিনি দেশে ফিরে এলেন । বিলাস। বড় কীৰ্ত্তিই করেছিলেন ! বিজয়া। সব গেল, শুধু গেল না, বোধহয় আমার বাবার বন্ধুমেহ । তাই যখনই জগদীশবাবু টাকা চেয়েছেন তিনি না বলতে পারেন নি । বিলাস । তা হলে ঋণ না দিয়ে দান করলেই তো পারতেন । বিজয় । তা জানিনে বিলাসবাবু। হয় তো দান করে বন্ধুর শেষ আত্মসম্মান-বোধঢুকু বাবা নিঃশেষ করতে চাননি। বিলাস । দেখুন, এসব আপনার কবিত্বের কথা, নইলে ঋণ ছেড়ে দেবার উপদেশ তিনি আপনাকেও দিয়ে যেতে পারতেন । কিসের জন্য তা করেন নি ? বিজয় । তা জানিনে । কোন আদেশ দিয়েই তিনি আমাকে আবদ্ধ করে যাননি। বরঞ্চ, কথা উঠলে বাবা এই
পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।