পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Seve বিজয়া তৃতীয় অঙ্ক হাত দেবার ইচ্ছা যদি আপনার থাকে তো পিছন থেকে দেবেন, স্বমুখে এসে দেবার দুঃসাহস করবেন না। কিন্তু অনেক চেঁচামেচি হয়ে গেছে—আর না ! ৮ নিচ থেকে চাকর-বাকর, দরওয়ান পর্য্যন্ত ভয় পেয়ে উপরে উঠে এসেছে—যান নিচে যান ৮ বিলাস ক্ৰোধে বিস্ময়ে হতবুদ্ধি হইয়া রহিল। তাহার অনল-বর্ষ দৃষ্টি বিজয়ার গমন-পথের দিকে দৃঢ় নিবন্ধ রহিল। ব্যস্ত হইয়া রাসবিহারী প্রবেশ করিলেন রাস। ব্যাপার কি বিলাস ? এত চেঁচামেচি কিসের ? বিজয় কোথায় ? বিলাস । জানো বাবা, বিজয়। আমায় বললে আমি তার মাইনের চাকর। অন্ত চাকরের মতো মনিবের মন যুগিয়ে না চললে আমাকে ডিসমিস করবে। রাস। কেন ? কেন ? হঠাৎ একথা কেন ? কি বলেছিলে তাকে ? বিলাস। বলবে। আবার কি ? কালীপদকে জবাব দিয়েছিলুম—এই হ’ল প্রথম অপরাধ। রাস । বল কি ? তা এত শীঘ্র তাকে জবাব দিতেই বা গেলে কেন ? এই তো সেদিন মরেনকে খামোক অপমান করলে—জানো তো তার প্রতি বিজয়ার— বিলাস । ওই তো হচ্ছে আসল রোগ । সেই জোচ্চোর লোফারটার জন্যেই তো এত কাণ্ড । জানো বাবা, বিজয় বলে