পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়ী X so কিনা, চাকর হয়ে আমি তার অতিথিকে—সেই নরেনটাকে— অপমান করি কোন সাহসে— রাস । এ্যা, আর কি সে বল্লে ? নাঃ, আমি যতই গুছিয়ে গাছিয়ে আনি—তুমি কি ততোই একট-ন-একটা বিভ্রাট বাধিয়ে তুলবে! বিলাস । বিভ্রাট কিসের ? ঐ ব্যাট কালীপদকে তাড়াবে। না তো কি তাকে বাড়ীতে রাখতে হবে ? বলা নেই, কওয়া নেই, হঠাৎ সেই একটা অসভ্য জানোয়ারকে নিয়ে এসে বিজয়ার বিছানার ওপরই বসালে—আর ঐ বুড়ে দয়ালটাও জুটেছে তেমনি ! রাস। আবার তাকেও কিছু বলেছ নাকি ? সৰ্ব্বনাশ বাধালে দেখছি ! বিলাস । বলবে না ? একশোবার বলবো । নরেন ডাক্তারের ওপর তার বড় টান । সেটাকে দিলাম সেদিন ঘর থেকে বার করে—আর উনি কিনা লুকিয়ে এসেছেন তারই দালালি কৰ্ত্তে, একটা prescription পর্য্যন্ত এনে হাজির— বিজয়ার চিকিৎস হবে। এদিকে স্ত্রীর অসুখের ছুতে করে বুড়ে চার দিন ডুব মেরে রইলো, একবার কাছারিতে পর্য্যস্ত “[sil all Worthless, old fool I রাসবিহারী ক্রোধে ও ক্ষোভে নির্বাক স্তব্ধভাবে চাহিয়া রহিলেন বিলাস । বিজয়া আজ তোমাকে পৰ্য্যন্ত অপমান করতে ছাড়লে না। রাস । তাতে তোমার কি ?