পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> : e বিজয়৷ তৃতীয় অঙ্ক দয়াল । ও কথা বলতে নেই মা, রাগ করেও না । আমাদের মনিব যেমন তুমি তেমনি বিলাসবাবু। এই তো আমরা সবাই জানি । বিজয়। সে জানা ভুল। আমি ছাড়া এ বাড়ীতে আর কেউ মনিব নেই। দয়াল। শাস্ত হও মা, শান্ত হও । বিলাসবাবু একটু ক্রোধী, অল্পেই চঞ্চল হয়ে পড়েন এই তার দোষ, কিন্তু মানুষ তে সৰ্ব্বগুণান্বিত হয় না, কোথাও একটু ক্ৰটি থাকেই । এইখানে নলিনীর সঙ্গে আমার মেলে না। সেদিন রোগে তুমি শয্যাগত, তোমার ঘরের মধ্যে নরেনকে অপমান করার কথা শুনে নলিনী জ্বলতে লাগলো, বললে, এর আসল কারণ বিলাসবাবুর বিদ্বেষ। নিছক হিংসা আর বিদ্বেষ। বিজয় । বিদ্বেষ কিসের জন্য দয়ালবাবু ? দয়াল। কি জানি, কেমন করে যেন নলিনীর মনে হয়েছে নরেনকে তুমি মনে মনে—করুণী—করে। এইটেই বিলাসবাবু কিছুতেই সইতে পারটেন না । বিজয়। করুণ। তো তাকে আমি করি নি। আমার একটা কাজেও তো তার প্রতি করুণ প্রকাশ পায় নি, দয়ালবাবু! দয়াল। আমিও তে। তাই বলি। বলি, তেমন করুণ। তো বিজয় সকলকেই করেন । আমাকেই কি তিনি কম দয়। করেছেন । বিজয়। দয়ার কথা ইচ্ছা হলে আপনার বলতেও পারেন