পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:38 বিজয়ী তৃতীয় অঙ্ক দয়াল। কে ডাক্তার, আমাদের নরেন ? আমার সঙ্গে দেখা করতে চায় ? এখানে এসে ? কালীপদ । নিচের ঘরে বসাবো, না চলে যেতে বলে দেবো ? বিজয় । চলে যেতে বলবি ? কেন ? যা আমার এই ঘরে তাকে ডেকে নিয়ে আয় । মাথা নাড়িয়া কালীপদ প্রস্থান করিল দয়াল। এখানে ডেকে আনা কি ভালো হবে মা ? বিজয় । আমার বাড়ীতে ভালো-মন্দ বিচারের ভার আমার উপরেই থাক দয়ালবাবু। দয়াল। না না, তা আমি বলি নি, কিন্তু বিলাসবাবু শুনতে পেলে কি— বিজয়। শুনতে পাওয়াই তার দরকার মনে করি । নিজের যথাযোগ্য স্থানটার সম্বন্ধে ধারণা তাতে পাকা হয় । কালীপদ প্রবেশ করিল কালীপদ । ডাক্তারসাহেব এলেন না, চলে গেলেন । দয়াল । চলে গেলেন ? কেন ? কালীপদ। জিজ্ঞেস করলেন মিস দাস আছেন? বললুম, ন। বললেন, তা হলে আবশুক নেই ও-বাড়ীতেই দেখা হবে। এই বলেই চলে গেলেন । দয়াল। মা ডেকেছিলেন বলেছিলে তাকে ? কালীপদ । বলেছিলুম বই কি । বললেন, আঞ্জ সময়