পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》及8 বিজয়া। स्रुजैौश्न एषझ। মধ্যে ঘুরে বেড়ায়। ४ंनििश्चतिश्छकांश्चूितश्छ.? खे শুধু ইট আপনাকে দেখার জন্তেই ক্সেল দু-তিনদিন এই পথে হেঁটে গেছি+ দিন ক্লজক সে এক আচ্ছ পাগলা ভূত আমার কাধে চেপেছিল । এই বলিয়া সে হাসিতে লাগিল। বিজয়া কোন কথা না বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেল নরেন । ( সেই দিকে সবিস্ময়ে চাহিয়া ) এ আবার কি হলো ! রাগ করবার কথা কি বললুম! কালীপদ প্রবেশ করিল কালীপদ । আপনি চলে যাবেন না যেন । মা বলে দিলেন আপনি চ খেয়ে যাবেন । নরেন । না না, তাকে বারণ করে দাও গে—আমি দয়ালবাবুর ওখানে চ খাবো । কালীপদ । কিন্তু মা দুঃখ করবেন যে ! নরেন । না, দুঃখ করবেন না। তাকে বলে গে আজ অামার সময় নেই । কালীপদ । বলচি, কিন্তু তিনি কখ খনো শুনবেন না। কালীপদ প্রস্থান করিল, অন্ত দ্বার দিয়া বিজয়ী প্রবেশ করিল নরেন । অমন করে হঠাৎ চলে গেলেন যে বড়ো ? বিজয়। কেমন করে চলে গেলুম শুনি ? নরেন । যেন রাগ করে ।