পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়ী ১২৭ ৷ উপেক্ষ করা ? আপনাকে উপেক্ষ ক'রে কারো নিস্তার অাছে ? ভয়েই তো সারা হয়ে যায়। বিজয় । কিন্তু আপনার তো ভয় নেই। এই তো স্বচ্ছন্দে উপেক্ষা করে চলে যাচ্চেন । নরেন। উপেক্ষা করে নয়, তাদের কথা দিয়েছি বলে। আর খাওয়াই শুধু নয়, একটা বইএর কতকগুলো জিনিস নলিনীর বেধেছে, সেইগুলো বুঝিয়ে দিতে হবে। বিজয় । কি বই ? নরেন। একটা ডাক্তারী বই। র্তার ইচ্ছে বি-এ পাসের পরে মেডিকেল কলেজে গিয়ে ভৰ্ত্তি হ’ন । তাই সামান্ত য। জানি অল্প-স্বল্প তাকে সাহায্য করি। বিজয় । আপনি কি তার প্রাইভেট টিউটার ? মাইনে কি পান ? নরেন । এ বলা আপনার অন্যায়। আপনার কথাবাৰ্ত্তায় আমার প্রায় মনে হয় তার প্রতি আপনি প্রসন্ন নন। কিন্তু তিনি আপনাকে কত যে শ্রদ্ধা করেন জানেন না। এখানে এসে পৰ্যন্ত যত ভাল কাজ আপনি করেছেন সমস্ত তার মুখে, শুনতে পাই। আপনার কত কথা। { 喙 আপনার-আপুনি কলেজে প্লাসতেন যুঞ্জ ডু-গাড়ী : করে, মেয়ের/সবাই জ{। নলিনী ::