পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ বিজয়া তৃতীয় অঙ্ক বিজয় । কেবল গল্পই যদি হয় আপনি পড়ান কখন ? নরেন। পড়াই কখন ? আমি কি তার মাষ্টার, না পড়ানোর ভার আমার ওপর ? আপনার কথাগুলো সব এত বাকী যে মনে হয় সোজা কথা বলতে কখনো শেখেননি । বিজযা। শিখবো কি করে, মাষ্টার তো ছিল না । নরেন। আবার সেই বাক কথা । বিজয় । ( হাসিয়া ফেলিল ) কিন্তু আপনি যাবেন কখন ? খাওয়া আজ না হয় না-ই হলো কিন্তু পড়ানো না হলে যে ভয়ানক ক্ষতি । নরেন। আবার সেই ! চললুম। (টুপিট হাতে লইয়, কয়েক পদ অগ্রসর হইয়। দ্বারের নিকটে সহসা থমকিয়া দাড়াইয়া ) একটা কথা বলবার ছিল, কিন্তু ভয় হয় পাছে রাগ করে বসেন । বিজয়। রাগই যদি করি তাতে আপনার ভাবনা কি ? দেন। শোধ করুন বলে চোখ রাঙাবে সে জো-ও নেই । ভয়ট আপনার কিসের ? নয়েন ; আবার তেমনি বাকা কথা। কিন্তু শুমুন। এখানে এসে পৰ্য্যন্ত আপনি বন্ড সৎকাৰ্য্য করেছেন। কত দুঃস্থ প্রজার খাজনা মাপ করেছেন, কত দরিদ্রকে দান করেছেন, ধৰ্ম্ম মন্দির প্রতিষ্ঠা করেছেন— বিজয়ী । এ-সব শোনালে কে ? নলিনী ? নরেন। হা, তার মুখেই শুনেছি। কত দরিদ্র কত-কি