পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়া る*み পেলে আমি কিছু পাবো না ? আমাকে সেই মাইক্রাসকোপট আজ উপহার দিন, কাল-পরশু দামটা তার পাঠিয়ে দেবো । বিজয় । দাম দিয়ে উপহার নেবার বুদ্ধি আপনাকে কে যোগালে ? নলিনী ? নরেন । না না, তিনি নয়। তিনি শুধু বলছিলেন সেট। আপনার তো কোন কাজে লাগলো না, কিন্তু তিনি পেলে অনেক কিছু শিখতে পারেন—সে শিক্ষা পরে তার অনেক কাজে লাগবে । বিজয়। অর্থাৎ, সেটা গিয়ে পৌছবে তার হাতে ? আমি বচলে আপনি নিয়ে গিয়ে তাকে উপহার দেবেন—এই তো প্রস্তাব ? নরেন । না না, তা নয়। কিন্তু সেটা আপনারও কোন কাজে এলে না, অথচ সকলেরই চক্ষুশূল হয়ে রইল। তাই বলছিলুম— বিজয় । বলার কোন দরকার ছিল না নরেনবাৰু। আপনার টাকার অভাব নেই, দোকানেও মাইক্রসকোপ কিনতে পাওয়া যায়। কিনেই যদি উপহার দিতে হয় তাকে বাজার থেকে কিনেই দিবেন। এটা আমার চক্ষুশূল হয়েই আমায় কাছে থাক । নরেন । কিন্তু— - বিজয় । কিন্তুতে আর কাজ নেই। আপনি নিরর্থক নিজেরও সময় নষ্ট করছেন, আমারও করছেন। আরও তে। কাজ আছে ।