পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 చిe বিজয়া তৃতীয় অঙ্ক নরেন । (ক্ষণকাল হতবুদ্ধি ভাবে চাহিয়া থাকিয় ) আপনার স্বমুখে সব কথা আমি গুছিয়ে বলতে পারিনে, আপনিও রেগে ওঠেন । হয়তে আপনার মনে হয় নিজের অবস্থাকে ডিঙিয়ে আপনাদের সমকক্ষ হয়ে আমি চলতে চাই, কিন্তু তা কখনো সত্যি নয়। আপনার বাড়ীতে আসতে কত যে সঙ্কুচিত হই সে আমিই জানি । এসে কি বলতে কি বলি, নিজের ওজন রাখতে পারিনে, আপনি উত্ত্যক্ত হয়ে পড়েন, কিন্তু সে আমার অন্ত্যমনস্ক প্রকৃতির দোষে, আপনাকে অমৰ্য্যাদা করার জন্তে না। কিন্তু আর আপনাকে বিরক্ত করতে আমি আসবে না। নমস্কার । নরেন ধীরে ধীরে বাহির হইয়া গেল ব্যগ্রপদে রাসবিহারীর প্রবেশ। তাহার পিছনে দয়াল, হাতে রৌপ্যপাত্রে ফুল, চন্দন ও একজোড়া মোট সোনার বালা। তাহার পিছনে দুইজন ভৃত্যের হাতে ফুল মালা ইত্যাদি এবং তাহীদের পিছনে কৰ্ম্মচারীয় দল ; বিজয় চেয়ার ছাড়িয়া উঠিয়া দাড়াইল রাস। মা বিজয়া, আজ যে নব-বংসরের প্রথম দিন সেকথা কি তোমার স্মরণ আছে ? বিজয়। একটু পূর্বেই আপনি বলে গেলেন, নইলে ছিল না । রাস । ( মৃদু হাসিয়া ) তুমি ভুলতে পারে। কিন্তু আমি ভুলি কি করে ? এই যে আমাব ধ্যান-জ্ঞান । বনমালী