পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়া SW3S বেঁচে থাকলে আজকের দিনে তিনি কি করতেন মনে পড়ে মা ? বিজয় ৷ পড়ে বই কি। আজকের দিনে বিশেষ করে তিনি আমাকে আশীৰ্ব্বাদ করতেন । •) δή," - και রাস। বনমালী নেই, কিন্তু আমি আজ আছি। ভেবে ; ছিলাম এই কৰ্ত্তব্য প্রভাতেই নিষ্পন্ন করবে, তোমাদের স্বাস্থ্য, { আয়ু, নির্বিবস্তু-জীবন ভগবানের শ্ৰীচরণে প্রসাদ ভিক্ষা করে : নেবো, কিন্তু নানা কারণে তাতে বাধা পড়লো। কিন্তু বাধা ; তো সত্যি নয়, সেমিথ্যে। তাকে স্বীকার করে নিতে পারিনে ? তোম। জানি আজ তোমার মন চঞ্চল, তবু দয়ালকে বললাম, { ভাই, আজকের এই পুণ্য দিনটিকে আমি ব্যর্থ যেতে দিতে ; পারবে না, তুমি আয়োজন করে আয়োজন যত অকিঞ্চনই ; হোক,-কিন্তু নিজেই যে আমি বড় অকিঞ্চন মা। দয়াল । বললেন, সময় কই ? বেলা যে স্থায় । সজোরে বললুম, যায়নি বেলা—আছে সময় । কোন বিস্তুই আজ আমি মানবো না । f আয়োজনের স্বল্পতায় কি আসে যায় দাল, আড়ম্বরে বাইরের ; লোককেই শুধু ভোলানো যায়, কিন্তু এযে বিজয়ী মা যে বুঝবেই এ ত্যু পিতৃ-কল্প কাকাবাবুর অম্বরের শুভকামনা। : লোক ੇ আমার বাড়ীতে, বাগানে ছুটলো মালী ফুল ; তুলতে–মাঙ্গলিক যা-কিছু সংগৃহীত হতে বিলম্ব ঘটলে না। ? মুকুট-মালা না-ই বা হলো,–এ যে কাকাবাবুর আশীৰ্ব্বাদ । } কিন্তু বিলাস এলো না কেন ? তখনি স্মরণ হলো সে আসবে। কি ক’রে ? সে সাহস তার কই ? ভাবলাম ভালই হয়েছে { AAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAAA AAAA AAAA AAMe SAAMMMMMMAAAS AAAAA SHYASAAeMMMS . . ::: - پایتخت اهد عیخ . f