পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

K2९श्व फाङ्क বিজয়৷ * ধৰ্ম্মবিশ্বাসে আঘাত করবেন, এ বিশ্বাস না হওয়াই তে। স্বাভাবিক । বিলাস। আপনার কাছে নিরর্থক বোধ হলেই যে কারো কাছে তার অর্থ থাকবে না, কিংবা আপনি ধৰ্ম্ম বল্লেই যে অপরে তা শিরোধাৰ্য্য করে নেবে এর কোনো হেতু নেই। পুতুল পুজো আমাদের কাছে ধৰ্ম্ম নয় এবং তার নিষেধ করাটাও আমরা অন্যায় মনে করিনে । নরেন । ( বিজয়ার প্রতি ) আপনিও কি তাই বলেন ? বিজয় । আমি ? অামার কাছে কি আপনি এর বিরুদ্ধ মন্তব্য শোনবার আশা করে এসেছেন ? বিলাস। কিন্তু উনি ত বিদেশী লোক। খুব সম্ভব আমাদের কিছুই জানেন না । নরেন । (বিজয়ার প্রতি) আমি বিদেশী না হলেও গ্রামের লোক নয় সে কথা ঠিক । তবুও আমি সত্যিই আপনার কাছে এ আশা করি নি। পুতুল পূজে কথাটা আপনার মুখ থেকে বার না হলেও সাকার নিরাকারের পুরোনো ঝগড়া আমি এথানে তুলব না ! আপনার যে অন্য সমাজের তাও আমি জানি, কিন্তু এ তো সেকথা নয়। গ্রামের মধ্যে মাত্র এই একটি পুজে। সমস্ত লোক সারা বৎসর এই তিনটি দিনের আশায় পথ চেয়ে আছে। আপনার প্রজারা আপনার ছেলে মেয়ের মতো । আপনার আসার সঙ্গে সঙ্গে গ্রামের আনন্দ উৎসব শতগুণে বেড়ে যাবে এই আশাই তো সকলে করে । কিন্তু তা না হয়ে এতে বড় দুঃখ, এতো বড় নিরানন্দ,