পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জয়া তৃতীয় অঙ্ক নরেন। কিন্তু যা চুকে-বুকে শেষ হয়ে গেছে তা আর শুনে কি হবে বলুন ? বিজয় । ন সে হবে না, আপনাকে বলতেই হবে। নরেন । (হাসিয়া ) বলা যে শুধু নিরর্থক তাই নয়— বলতে আমার নিজেরও লজ্জা করে । হয়তো আপনার মনে হবে আমি কৌশলে আপনার সেটিমেণ্টে ঘা দিয়ে— বিজয় । ( অধীরভাবে ) আমি আর খোসামোদ করতে পারিনে আপনাকে—আপনার পায়ে পড়ি বলুন । নরেন। খাওয়া-দাওয়ার পরে পর | বিজয় । না এখুনি । নরেন। আচ্ছ, বলচি বলচি। কিন্তু তার পূৰ্ব্বে একট। কথা জিজ্ঞেস করি, আমার বাড়ীটার ব্যাপারে সত্যিই কি তিনি কোনদিন কোন কথা আপনাকে বলেননি ? ( বিজয়ী অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিল ) আচ্ছ, রাগ করে কাজ নেই, আমি বলচি । যখন বিলেত যাই তখন বাবার মুখে শুনেছিলুম, আপনার বাবাই আমাকে পাঠাচ্চেন । আজ দিনচারেক আগে দয়ালবাবু আমাকে একতাড়া চিঠি দেন। নিচের যে-ঘরটায় ভাঙা-চোরা কতকগুলো আসবাব পড়ে আছে তারই একটা ভাঙা দেরাজের মধ্যে চিঠিগুলো ছিল—বাবার জিনিস বলে দয়ালবাবু আমার হাতেই দেন। পড়ে দেখলুম খানচুই চিঠি আপনার বাবার লেখা। শুনেছেন বোধহয় শেষ-বয়সে বাবা দেনার জ্বালায় জুয়া খেলতে সুরু করেন। বোধকরি সেই ইঙ্গিত একটা চিঠির গোড়ায় ছিল । তারপরে নিচের দিকে 行 8