পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়৷ >8S এক জায়গায় তিনি উপদেশের ছলে সাম্বন দিয়ে বাবাকে লিখেছেন, বাড়ীটার জন্যে ভাবনা নেই—নরেন আমারও তে। ছেলে, বাড়ীটা তাকেই যৌতুক দিলুম। বিজয়ী। (মুখ তুলিয়া ) ভারপরে ? নরেন । তারপরে সব অন্যান্ত কথা। তবে, এ পত্র বহুদিন পূর্বের লেখা। খুব সম্ভব, তার এ অভিপ্রায় পরে বদলে গিয়েছিল বলেই কোন কথা আপনাকে বলে যাওয়া তিনি আবশ্যক মনে করেন নি । বিজয় । ( কয়েক মুহূৰ্ত্ত স্থির থাকিয়া ) তাহলে বাড়ীট। দাবি করবেন বলুন ? ( হাসিল ) নরেন । ( হাসিয়া ) করলে আপনাকেই সাক্ষী মানবো । আশা করি সত্যি কথাই বলবেন । বিজয় । ( ঘাড় নাড়িয়া ) নিশ্চয় । কিন্তু সাক্ষী মানবেন কেন ? নরেন । নইলে প্রমাণ হবে কিসে ? বাড়ীট যে সত্যিই আমার সে কথা আদালতে প্রতিষ্ঠিত কর। চাই । বিজয় । অন্য আদালতে দরকার নেই—বাবার আদেশ আমার আদালত। ও বাড়ী আপনাকে আমি ফিরিয়ে দেবো । নরেন । ( পরিহাসের ভঙ্গিতে ) চিঠিটা চোখে না দেখেই বোধহয় ফিরিয়ে দেবেন ! - বিজয়া। না, চিঠি আমি দেখতে চাই। কিন্তু এ কথাই যদি থাকে-বাবার হুকুম আমি কোনমতেই অমান্য করবে না।