পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X 88 বিজয়ী তৃতীয় অঙ্ক নরেন। তার অভিপ্রায় যে শেষ পর্য্যন্ত এই ছিল তারই বা প্রমাণ কোথায় ? বিজয় । ছিল না তারও তো প্রমাণ চাই । নরেন । কি আমি যদি না নিই ? দাবি না করি ? বিজয় । সে আপনার ইচ্ছে। কিন্তু সে ক্ষেত্রে আপনার পিসীর ছেলেরা আছেন। আমার বিশ্বাস অনুরোধ করলে র্তার দাবি করতে অসম্মত হবেন না । নরেন। ( সহাস্ত্যে ) তাদের ওপর এ বিশ্বাস আমারও আছে । এমন কি হলফ নিয়ে বলতেও রাজি আছি । ( বিজয়ী এ হাসিতে যোগ দিল না। চুপ করিয়া রহিল ) অর্থাৎ, আমি নিই না নিই আপনি দেবেনই। বিজয় । অর্থাৎ, বাবার দান করা জিনিস আমি আত্মসাৎ করবো না—এই আমার পণ । নরেন । ( শান্তস্বরে ) ও বাড়ী যখন সংকাজে দান করেছেন তখন আমি ন নিলেও আপনার আত্মসাৎ করায় অধৰ্ম্ম হবে না। তাছাড়া ফিরিয়ে নিয়ে কি করবো বলুন ? আপনার জন কেউ নেই যে তারা বাস করবে। বাইরে কোথাও-না-কোথাও কাজ না করলে আমার চলবে না, তার চেয়ে যে-ব্যবস্থা হয়েছে সেই তো সবচেয়ে ভালো । আরও এক কথা এই যে, বিলাসবাবুকে কিছুতেই রাজি করাতে পরিবেন না । বিজয় । নিজের জিনিসে অপরকে রাজি করানোর চেষ্টা করার মতো অপৰ্য্যাপ্ত সময় আমার নেই। কিন্তু আপনি তো