পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়ী H 8 C আর এক কাজ করতে পারেন। বাড়ী যখন আপনার দরকার নেই, তখন তার উচিত মূল্য আমার কাছে নিন। তা হ’লে চাকরিও করতে হবে না, এবং নিজের কাজও স্বচ্ছন্দে করতে পারবেন। আপনি সম্মত হোন নরেনবাবু। এই মিনতিপূর্ণ কণ্ঠস্বর নবেনকে মুগ্ধ করিল, চঞ্চল করিল নরেন। আপনার কথা শুনলে রাজি হতেই ইচ্ছে করে, কিন্তু সে হয় না । কি জানি কেন আমার বহুবার মনে হয়েছে বাবার ঋণের দায়ে বাড়ীট নিয়ে মনের মধ্যে আপনি সুখী হতে পারেন নি, তাই কোন-একটা উপলক্ষ স্মৃষ্টি করে ফিরিয়ে দিতে চান । এ দয়া আমি চিরদিন মনে বাখবো, কিন্তু যা আমার প্রাপ্য নয় গরীব বলেই তা ভিক্ষের মতো নেবো কি করে ? .বিজয় । এ কথায় আমি কত কষ্ট পাই জানেন ? নরেন। মানুষের কথায় মানুষে কষ্ট পায় এ কি কখনো হতে পারে ? কেউ বিশ্বাস করবে ? বিজয় । দেখুন, আপনি খোচী দেবার চেষ্টা করবেন না । আপনি কষ্ট পান এমনধারা কথা আমি কোন দিন বলিনি। নরেন। কিন্তু এই যে বলছিলেন ঠকিয়ে মাইক্রোসকোপ বেচে গেছি। অতি শ্রুতিমধুর বাক্য—ন ? বিজয়া । (হাসিয়া ফেলিয়া ) কিন্তু সেটা যে সত্যি । নরেন । হা, সত্যি বই কি ! বিজয়। আপনি গরীব হোন বড়লোক হোন আমার কি ? আমি কেবল বাবার আদেশ পালন করার জন্যেই বাড়ীটা আপনাকে ফিরিয়ে দিতে চাচ্চি । У о