পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> * * বিজয়া তৃতীয় অঙ্ক বিজয়। সত্যিই তো তা আর হচ্চে না ; আমি বলি সামান্ত কারণে মামলা-মকদ্দমার দরকার নেই। রাস । ( বারম্বার মাথা নাড়িয়া ) না না, কিছুতেই সে হতে পারে না । তোমার বাবা যখন আমার ওপর সমস্ত নির্ভর করে গেছেন এবং যতক্ষণ বেঁচে আছি বিনা আপত্তিতে দু-বিঘে কেন দু-আঙ্গুল জায়গা ছেড়ে দিলেও ঘোর অধৰ্ম্ম হবে। ত৷ ছাড়া আরও অনেক কারণ আছে, যে জন্যে পুরনো দলিলগুলো ভালো ক’রে একবার দেখা দরকার। একটু কষ্ট ক'রে ওপরে চলে। মা,—দেরি হলে ক্ষতি হবে। বিজয়। কি ক্ষতি হবে ? রাস। সে অনেক। মুখে-মুখে তার কি কৈফিয়ৎ দেবে। বলো ত । সরকার মহাশয়ের প্রবেশ সরকার। বাইরের ঘর থেকে খাতাগুলো কি নিয়ে যাবে। মা ? বিজয় । ( লজ্জিত হইয়া ) একটুও দেখতে পারিনি সরকারমশাই। আজকের দিনট থাক্, কাল সকালেই আমি নিশ্চয় পাঠিয়ে দেবো । সরকার। যে আঞ্জে । সরকার চলিয়া যাইতেছিল, বিজয় ফিরিয়া ডাকিল বিজয় । শুমুন সরকারমশাই! কাছারির ঐ নতুন দরওয়ান কতদিন বহাল হয়েছে ?