পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতায় অঙ্ক বিজয়া Y 6 & ভালো, না, নিবারণ করার চেষ্টা করা আমার কাজ নয় ? ( বিজয়ী নিরুত্তর ) (লাঠি ঠুকিয় ) না, চুপ করে থাকলে চলবে না, এ-সব গুরুতর ব্যাপার। তোমায় জবাব দিতে হবে। বিজয়া। ব্যাপার যত গুরুতর হোক, মিথ্যে কথার আমি কি উত্তর দিতে পারি । রাস । মিথ্যে কথা বলে উড়োতে চাও না কি ? বিজয়া। আমি উড়োতে কিছু চাইনে কাকাবাবু। শুধু এ যে মিথ্যে তাই আপনাকে বলতে চাই, এবং মিথ্যে বলে একে আপনি নিজেই সকলের চেয়ে বেশি জানেন তাও এই সঙ্গে আপনাকে জানাতে চাই । রাস । মিথ্যে বলে আমি নিজেই জানি ? বিজয় । ই জানেন । কিন্তু আপনি গুরুজন, এ নিয়ে ভর্ক-বিতর্ক করতে আমার প্রবৃত্তি হয় না। দলিল-পত্র দেখা এখন থাকৃ, মামলা-মকদ্দমার আবশ্ব)ক বুঝলে আপনাকে ডেকে পাঠাবো । বিজয়া চলিয়া গেল। রাসবিহারী অভিভূতের মতে। দাড়াইয়া রহিলেন