পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক বিজয়া >6 ● আনন্দের দায়িত্ব তবু কেন জানিনে, কাজে উৎসাহ পাইনে, মন কেবলি এর থেকে দূরে সরে থাকতে চায় ! বিজয় । কেন দয়ালবাবু ? দয়াল। তাও ঠিক বুঝিনে। জানি এ-বিবাহে তুমি সম্মতি দিয়েছে, নিজের হাতে নাম সই করেছে,—আগামী পূর্ণিমায় বিবাহও হবে—তবু এর মধ্যে যেন রস পাইনে মা । সেদিন আমার অসম্মানে বিরক্ত হয়ে তুমি বিলাসবাবুকে যে তিরস্কার করলে সে সত্যিই রূঢ়, সত্যিই কঠোর ; তবু, কেন জানিনে মনে হয় এর মধ্যে কেবল আমার অপমানই নেই, আরও কিছু গোপন আছে যা তোমাকে অহরহ বিধচে । ( কিছুক্ষণ মোন থাকিয় ) তোমার কাছে সৰ্ব্বদা আসিনে বটে, কিন্তু চোখ আছে মা । তোক্ষর মুখে- মুহান্ন-মিলনের স্বৰ্গীয়><দীপ্তি কই-কই ক্ষে সূর্যোদয়ের অৰুণ অাভা ? তুমি জানে ম৷ ম,-ফিক্স কতদিন নিরালায় তোমার ক্লান্ত বিষন্ন মুখখানি আমার চোখে পড়েছে+ বৃঙ্কর ভেতর কান্নার ঢেউ উলে ਚੋਂ - বিজয় । না দয়ালবাবু ও-সব কিছুই নয়। দয়াল। আমার মনের ভুল না মা ? বিজয় । (স্নান হাসিয়া ) ভুল বই কি। দয়াল। তাই হোক মা, আমার ভুলই যেন হয়। এ সময়ে বাবার জন্তে বোধ করি মন কেমন করে—না বিজয় ? (বিজয় নীরবে মাথা নাড়িয়া সায় দিল) (দীর্ঘনিশ্বাস ফেলিয়া) এমন দিনে তিনি যদি বেঁচে থাকতেন ।