পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Q* বিজয়া চতুর্থ অঙ্ক বিজয়া। আমাকে কি জন্যে খুজছিলেন বললেন না তো দয়ালবাবু ? দয়াল। ও:–একেবারেই ভুলেচি। বিবাহের নিমন্ত্রণ-পত্ৰ ছাপাতে হবে, তোমার বন্ধুদের সমাদরে অহবান করতে হবে, র্তাদের আনবার ব্যবস্থা করতে হবে--তাই তাদের সকলের নাম ধাম জানতে পারলে— বিজয়া। নিমন্ত্রণ-পত্র বোধকরি আমার নামেই ছাপানো হবে ? দয়াল। না মা, তোমার নামে হবে কেন ? রাসবিহারীবাবু বর-কন্যা উভয়েরই যখন অভিভাবক তখন তার নামেই নিমন্ত্রণ করা হবে স্থির হয়েছে। বিজয় । স্থির কি তিনিই করেছেন ? দয়াল। হা, তিনিই বই কি । বিজয়। তবে এ-ও তিনিই স্থির করুন। আমার বন্ধুবান্ধব কেউ নেই। দয়াল । ( সবিস্ময়ে ) এ কেমন ধারা জবাব হলো মা। এ বললে আমরা কাজের জোর পাবে। কোথা থেকে ? বিজয় । ই দয়ালবাবু, সেদিন নরেনবাবুকে কি আপনি একতাড়া চিঠি দিয়েছিলেন ? দয়াল। দিয়েছি মা । সেদিন হঠাৎ দেখি একটা ভাঙা দেরাজের মধ্যে এক বাণ্ডিল পুরনো চিঠি। তার বাবার নাম দেখে তার হাতেই দিলাম। কোন দোষ হয়েছে কি মা ? বিজয় । ন! দয়ালবাবু, দোষ হবে কেন ? তার বাবার