পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক বিজয়৷ ১৬১ কারো প্রতি অন্যায় করতে পারেন এ আমি ভাৰতেই পারিনে । কিন্তু এ কি কথায়-কথায় aে তুমি অনেক দূর এগিয়ে এসেছে।+= এতখানিই যদি এলে, চলো না মা তোমার এবাড়ীটাও একবার দেখে আসবে। নলিনীর মামী কত যে খুসি হবে তার সীমা নেই। বিজয় । চলুন, কিন্তু ফিরতে সন্ধ্যে হয়ে যাবে যে । দয়াল। হলোই বা । আমি তার ব্যবস্থা করবে। তাছাড়া সঙ্গে কানাই সিং তো আছেই। [ উভয়ের প্রস্থান "ভাল্প দুশ্য দয়ালবাবুর বাটীর নিচের বারান্দ। নলিনী ও নরেন। টেবিলের দুই দিকে দুই জন বসিয়া, সম্মুখে । , খোল বই দোয়াত কলম ইত্যাদি রক্ষিত ఫేశః মিস্ রায়ের বিবাহে আপনি উপস্থিত থাকবেন না ? এই তো মাত্ৰ ক’টা দিন পরে, আর রাসবিহারীবাবু কি অনুরোধই না আপনাকে করেছেন। - নরেন। তিনি করেছেন বটে, কিন্তু যার বিবাহ তিনি নিজে তা একটি মুখের কথাও বলেন নি । । ~ নুলিন এলুলে থাকতেন ? নরেন । থাকবার জো নেই আমার। যত শীঘ্র সম্ভব নতুন চাকরিতে গিয়ে যোগ দিতে হবে।