3 * e বিজয়৷ চতুর্থ অঙ্ক দয়ালের স্ত্রী । ( স্বামীর அக் ) মেয়েটা কি বললে— শুনলে ? দয়াল। কি ? দয়ালের স্ত্রী । তোমাদের কি কান নেই ? এসে* পৰ্য্যন্ত ওর কথায় যেন একটা কান্নার স্বর। যখন হাসছিল তখনও। বিজয়ার্কে আগে কখনো দেখিনি, কিন্তু-এর মুখ দেখে আজ . ਸੋনইলে যেন খুব বেঁধে ওকে কেউ বুলি দিতে নিয়ে যাচ্চে। কুলুম, বর পছন্দ হয়েছে তো ম? বললে, পছন্দর কি আছে মামীম, মেয়েদের দুঃখের জীবন শেষ পৰ্য্যন্ত দুঃখেই কাটে । এ কি আহলাদের বিয়ে ? দেখো, কোথায় কি-একটা গোলমাল বেধেছে। এর ম৷ নেই, বাপ নেই,—মুখ দেখলে বস্তুত মiয়। ཧཱ་མཱ་ i" না বুঝে শুঝে একটা কাজ করে বোসে না। দয়াল আর্মি কি ধরতে পারি বলে ! বাসবিহারীবাবুই কওঁ।। A. দয়ালের স্ত্রী। তার ওপরেও আর একজন কৰ্ত্ত আছে মনে রেখো। তুমি ওর মন্দিরের আচাৰ্য্য, ওর টাকায়, ওর বাড়ীতে তোমরা খেয়ে পরে সুখে আছে,-ওর ভালো-মন্দ, মুখ-দুঃখ দেখা কি তোমার কৰ্ত্তব্য নয় ? সমস্ত না ভেবেই কি একটা করে বসবে ?4. দয়াল । তবে কি করবো বলে! : দয়ালের স্ত্রী। -এ বিয়েতে আচাৰ্য্য-গিরি তুমি কোরো ন। আমি বলচি তোমাকে একদিন মনস্তাপ পেতে হবে । দয়াল। (চিন্তান্বিত মুখে ) কিন্তু বিজয় যে নিজে সম্মতি
পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।