পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক বিজয়ী Ֆ ԳՏ দিয়েছে। রাসবিহারীবাবুর সুমুখে নিজের হাতে কাগজে সই করে দিয়েছে ! নলিনী । দিক । ওর হাত সই করেছে কিন্তু হৃদয় সই করেনি, ওর জিভ সম্মতি দিয়েছে কিন্তু অন্তর সম্মতি দেয়নি । সেই মুখ আর হাতই বড় হবে মামাবাবু, তার অন্তরের সত্যিকার অসম্মতি যাবে ভেসে ? দয়াল। তুমি এ কথা জানলে কি করে নলিনী ? নলিনী। আমি জানি। আজ যাবার সময় নরেনবাবুর মুখ দেখেও কি তুমি বুঝতে পারোনি ? দয়াল ওয়েক্সের স্ত্রী । ( সমস্বরে ) নরেন ? আমাদের নরেন ? নলিনী । ই তিনিই। দয়াল । অসম্ভব ! একেবারে অসম্ভব । নলিনী । ( হাসিয়া ) অসম্ভব নয় মামাবাবু, সত্যি ! দয়াল । ( সজোরে ) কিন্তু বিজয়া যে আমাকে নিজে বললেন— নলিনী । কি বললেন ? দয়াল। বললেন, তোমার আর নরেনের পানে একটু চোখ রাখতে। বললেন, নরেনের উচিত তোমার সম্বন্ধে তার মনোভাব স্পষ্ট করে জানাতে— নলিনী । ( সলজে ) ছি ছি, নরেনবাবু যে আমার বড় ভায়ের মতো মামাবাবু। দয়ালের স্ত্রী-a-কি-অখিচৰ্য্য কথা - তুমি-আমাদের সেই