এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১ ৭২ বিজয়৷ চতুর্থ অঙ্ক জ্যোতিষকে ভুলে গেলে তার বিলেত থেকে ফিরতে তে৷ আর দেরি নেই । দয়াল । জ্যোতিষ ? আমাদের সেই জ্যোতিষ } দয়ালের স্ত্রী। ই ই আমাদের সেই জ্যোতিষ। (হাসিয়া) এই অন্ধ মানুষটিকে নিয়ে আমার সারা জীবন কাটলে । দয়াল। আমি এখ খুনি যাবে। নরেনের বাসায় । দয়ালের স্ত্রী । এত রাত্রে ? কেন ? দয়াল। কেন ? জিজ্ঞেস করছে। কেন ? আমার কৰ্ত্তব্য আমি স্থির করে ফেলেচি–সে থেকে কেউ আর আমাকে টলাতে পারবে না। নলিনী। তুমি’শান্ত মানুষ মামু", কিন্তু কৰ্ত্তব্য থেকে তোমাকে কে কবে টলাতে পেরেছে ! কিন্তু আজ রাত্রে নয়— ভূমি কাল সকালে যেও \ * 8; - দয়াল। তাই হবে ম৷ { অামি দুর্ভারের গাড়ীতেই বেরিয়ে পড়বে। - 2 :A | . নলিনী / আমি তোমার চাতৈরী করে রাখবো সামাবাবু। কিন্তু ওপরে চলে তোমার খাবার সময় হয়েছে। দয়াল।. চলে। । সকলের প্রস্থান