পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ማ8 বিজয়া চতুর্থ অঙ্ক বিজয় । ও বাড়ী থেকে কাল না খেয়ে পালিয়ে গেলেন, বাসায় ফিরে গিয়ে খেলেন না, শুলেন না, আবার সকালে উঠে স্নান নেই খাওয়া নেই, এতটা পথ হাট,—শরীরটা যাতে ভেঙে পড়ে সেই চেষ্টাই হচ্চে বুঝি ? আমাকে কি আপনি এতটুকু শান্তি দেবেন না ? নরেন। আপনি অদ্ভুত মানুষ। পরের বাড়ীতে চিনতে চান না, আবার নিজের বাড়ীতে এত বেশি চেনেন যে সেও আশ্চৰ্য্য ব্যাপার। কালকের কাণ্ড দেখে ভাবলুম খবর দিলে দেখা করবেন না, তাই বিনা সংবাদে পরেশের সঙ্গে এসে আপনাকে ধরেচি। একটু ক্লান্ত হয়েছি মানি, কিন্তু এসে ঠকিনি। ( বিজয়া নীরবে চাহিয়া রহিল ) কাল ফিরে গিয়ে দেখি সাউথ আফ্রিকা থেকে কেবল এসেছে, আমি চাকরি পেয়েছি। চার দিন পরে করাচি থেকে জাহাজ ছাড়বে—আজ আসতে না পারলে হয়তো আর কখনো দেখাই হতো না । আপনার বিবাহের নিমন্ত্রণপত্রও পেলুম । দেখে যাবার সৌভাগ্য হবে না, কিন্তু আমার আশীৰ্ব্বাদ, আমার অকৃত্রিম শুভ কামনা আপনাদের পূর্বাহেই জানিয়ে যাই। আমার কথা অবিশ্বাস করবেন না এই প্রার্থনা । বিজয় । এখানকার কাজ ছেড়ে দিয়ে সাউথ আফ্রিকায় চলে যাবেন ? কিন্তু কেন ? . নরেন । ( হাসিয়া ) বেশি মাইনে বলে। আমার কলকাতাও যা, সাউথ আফ্রিকাও তে। তাই । বিজয়। তাই বই কি। কিন্তু নলিনী কি রাজি হয়েছেন ?