পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়া চতুর্থ অঙ্ক טיר צ নরেন । ( কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া ) এ অনিষ্ট কার দ্বারা ঘটেছে আমি তাই শুধু ভাবচি। তার নিজের দ্বারা কদাচ ঘটেনি। দুইজনেই জানি এ অসম্ভব। বিজয়া । অসম্ভব কেন ? নরেন। সে থাকৃ। একটা কারণ এই যে আমি হিন্দু এবং আমাদের জাতও এক নয় । বিজয়া। জাত আপনি মানেন ? নরেন । মানি । বিজয় । আপনি শিক্ষিত হয়ে একে ভালো বলে মানেন কি করে ? - নরেন। ভালো মন্দর কথা বলিনি, জাত মানি তাই বলেচি । বিজয় । আচ্ছা অন্য জাতের কথা থাক, কিন্তু জাত যেখানে এক, সেখানেও কি শুধু আলাদা ধৰ্ম্ম-মতের জন্যই বিবাহ অসম্ভব বলতে চান ? আপনি কিসের হিন্দু? আপনি তো একঘরে । আপনার কাছেও কি কোন অন্য সমাজের কুমারী বিবাহ-যাগ্য নয় মনে করেন ? এত অহঙ্কার আপনার কিসের জন্ত ? আর এই যদি সত্যিকার মত, তবে সে কথা গোড়াতেই বলে দেননি কেন ? বলিতে বলিতে তাহার চক্ষু অশ্রপুর্ণ হইয়া উঠিল এবং ইহাই গোপন করিতে সে মুখ ফিরাইয়া লইল নরেন। (ক্ষণকাল একদৃষ্টে নিরীক্ষণ করিয়া) আপনি রাগ করে যা বলচেন এ তো আমার মত নয় ।