পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক বিজয়৷ רף ל বিজয়া। নিশ্চয় এই আপনার সত্যিকার মত । নরেন । আমাকে পরীক্ষা করলে টের পেতেন এ আমার সত্যিকার মিথ্যেকার কোন মতই নয়। এ ছাড়া নলিনীর কথ। নিয়ে কেন আপনি বৃথা কষ্ট পাচ্ছেন? আমি জানি তার মন কোথায় বাধা এবং তিনিও নিশ্চয় বুঝবেন কেন আমি পৃথিবীর অন্য প্রান্তে পালাচ্চি। আমার যাওয়া নিয়ে আপনি নিরর্থক উদ্বিগ্ন হবেন না । বিজয় । নিরর্থক ? তার অমত না হলেই আপনি যেখানে খুলী যেতে পারেন মনে করেন ? নরেন। না তা পারিনে। আপনার অমতেও আমার কোথাও যাওয়া চলে না। কিন্তু আপনি তো আমার সব কথাই জানেন । আমার জীবনের সাধও আপনার অজানা নয়, বিদেশে কোনদিন হয়তে সে সাধ পূর্ণ হতেও পারে, কিন্তু এ দেশে এতবড় নিষ্কৰ্ম্ম৷ দীন-দরিদ্রের থাকী-না-থাকা সমান । তামাকে যেতে বাধা দেবেন না । বিজয় । আপনি দীন-দরিদ্র তো নন । আপনার সবই আছে, ইচ্ছে করলেই ফিরে নিতে পারেন। নরেন। ইচ্ছে করলেই পারিনে বটে, কিন্তু আপনি যে দিতে চেয়েছেন সে আমার মনে আছে এবং চিরদিন থাকবে। কিন্তু দেখুন, নেবারও একটা অধিকার থাকা চাই—সে অধিকার আমার নেই। বিজয় । ( উচ্ছসিত রোদন সংবরণ করিতে করিতে উত্তেজিত স্বরে ) আছে বই কি । বিষয় আমার নয়, বাবার। > R