পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক বিজয়৷ δb"ά আমার। কিন্তু কে সে কথা শোনে । রাসবিহারীবাবু, ধুলো একবার দিতেই হবে। কাজেই না গিয়ে উপায় নেই। রাত হলে কিন্তু মৃতে পারবে না বলে দিও পর্যাও তোমরা মা,—আমি ততক্ষণ মিীর কাজের হিসেবটা দেখে রাখি গে। প্রায় ষাট-সত্তর জন উয়াস্ত খাটচে–প্রাসাদতুল্য বাড়ী, কাজের কি শেষ আছে! অতিথি যারা আসবেন বলতে না পারেন আয়োজনের কোথাও ক্রটি আছে। এই বলিয়া । তনি প্রস্থান করিলেন, অম্লান্ত সকলেও ... ." বাহির হইয় গেল । 으 দয়ালের বহিৰ্ব্বাটী মাঙ্গলিক সজ্জায় নানাভাবে সাজানে। নানালোকের যাতায়াত, কলরব ইত্যাদির মাঝখানে পালকি-বাহকদের শব্দ শোনা গেল এবং ক্ষণেক পরে বিজয়া প্রবেশ করিল। তাহার । পিছনে পঞ্চদশ কালীপদ ও পঙ্কেগঞ্জ জী। দয়াল কোথা হইতে ছুটিয়া আসিলেন দয়াল। ( মহা উল্লাসে ) এই যে মা আমার এসেছেন। বিজয় । (হাসিমুখে) বেশ আপনার ব্যবস্থা। পালকি পাঠাতে এত দেরি করলেন, আমরা সবাই খিদেয় মরি। এই বুঝি মধ্যাহ্ন নেমস্তন্ন ? দয়াল। আজ তে তোমার খেতে নেই মা। কষ্ট একটু