পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক বিজয়৷ : 3 দয়াল। তুমি তো—আপনি তো জানেন বনমালীবাবুর চিরদিনের ইচ্ছে ছিল— রাস । হু, জানি বই কি । বনমালীর মেয়ের বিয়ে কি শেষকালে হিন্দু মতেই দিলে না কি ? দয়াল । আপনি তো জানেন, আসলে সব বিবাহ-অনুষ্ঠানই এক । রাস। ওর বাপকে যে হিন্দুরা দেশ থেকে তাড়িয়েছিল মেয়েট তাও ভুললে না কি ! এমনি সময়ে অস্তঃপুরের নানাবিধ কলরব শঙ্খধ্বনি কানে আসিতে লাগিল দয়াল। শুভঙ্কাৰ্য্য নৃিবিঘ্নে সমাপ্ত হয়েছে। আজ মনের মধ্যে কোন গ্লানি না রেখে তাদের আশীৰ্ব্বাদ করে ভাই, তারা যেন মুখী হয়, ধৰ্ম্মশীল হয়, দীর্ঘায়ুঃ হয় । রাস । হু । আমাকে বললেই পারতে দয়াল, তাহলে ছল-চাতুরী করতে হতে না । ওতেই আমার সবচেয়ে ঘূণ । এই বলিয়। তিনি গমনোন্তত হইলেন। নলিনী কোথায় ছিল ছুটিয়া আসিয়া পড়িল . নলিনী । ( আবারের স্বরে বলিল ) বাঃ—আপনি বুঝি বিয়েবাড়ী থেকে শুধু শুধু চলে যাবেন ? সে হবে না, আপমাকে খেয়ে যেতে হবে রাসবিহারীমামা । আমি কত কষ্ট করে আপনাকে নেমস্তন্ন করে আনিয়েছি।