পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>や বিজয়৷ প্রথম অস্ব যাবে। বেশ করে ভেবে দেখ দিকি মা, এই কি ঠিক নয় । আর তার অগোচরেও তো কিছু হতে পারবে না ! তখন নিজে যদি সে সময় চায় তখন না হয় বিবেচনা করে দেখ যাবে । কি বল মা ? বিজয়া । ( অপ্রসন্ন মুখে ) আচ্ছা । কাকাবাবু, আমার বড় দেরি হয়ে গেল । এখন কি যেতে পারি ? রাস। যাও মা যাও, আমিও চল্লাম । বিজয়ার প্রস্থান বিলাস । ( সক্রোধে ) সে যদি দশ বছরের সময় চায় তো বিবেচনা করতে হবে নাকি ? রাস। (ক্রুদ্ধ চাপাকণ্ঠে ) হবে না তো কি সমস্ত খোয়াতে হবে ? মন্দ্রিয় প্রতিষ্ঠা ! দেখ বিলাস, এই মেয়েটির বয়স বেশি নয়, কিন্তু সে বেশ জানে যে সে-ই তুর্বিপ্তের সুমুক্ত সম্পত্ত্বির মালিক, আর কেউ नग्ने 贸 : ੋ ੇ ?i- A ". (لام )i চলবে, কিন্তু আমার কথাটা ভুললে চলবে না। لا ف بهم . প্রস্থান কালীপদর প্রবেশ কালী। মা জিজ্ঞাসা করলেন আপনাকে কি আর চ্য পাঠিয়ে দেবেন ? বিলাস । না । কালী । সরবং কিংবা— বিলাস। না দরকার নেই। কালী। ফল কিংবা কিছু মিষ্টি ?