পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

త్తాకెR-డ్డాsy সরস্বতী নদী-তীর শরৎ অন্তে শীর্ণ-সঙ্কীর্ণ সরস্বতী নদী। এ-তটে বিস্তীর্ণ মাঠ, ও তটে লতাগুল্ম পরিব্যাপ্ত ঘন বন । বনান্তরালে দিঘড়া গ্রাম। নদীর উভয় তীরে ক্ষুদ্র বঁাশের সেতু দিয়া সংযুক্ত। একটা পায়ে হাট সঙ্কীর্ণ পথ বনের মধ্য দিয়া দিঘড়া গ্রামে গিয়া প্রবেশ করিয়াছে। এই সকলের অস্তরালে নরেনের বৃহৎ অট্রালিকার কিছু কিছু দেখা যায় মাত্র । নদীর তীরে বসিয়া নরেন ছিপে মাছ ধরিতেছিল। বিজয়ী ও কানাই সিং প্রবেশ করিল। বিজয় । এই নদীর পরেই দিঘড়ী, ন কানাই সিং ? কানাই। হা ম-জী । - বিজয় । এই গায়েই জগদীশবাবুর বাড়ী না ? কানাই। হা মা-জী, বহুৎ বড় বাড়ী। বিজয় । এই পুল পেরিয়ে বুঝি ঐ গায়ে যেতে হয় ? নরেন। এই যে—নমস্কার । বিকেল বেলা একটুখানি বেড়বার পক্ষে নদীর ধারটি মন্দ জায়গা নয় বটে, কিন্তু এ সময় ম্যালেরিয়ার ভয়ও তো বড় কম নয়। এ বুঝি আপনাকে কে সাবধান করে দেয় নি ? & বিজয় । না, কিন্তু ম্যালেরিয়া তো লোক চিনে ধরে না । আমি তো বরং না জেনে এসেছি, আপনি যে জেনে শুনে জলের ধারে বসে আছেন ? কৈ দেখি কি মাছ ধরলেন ? নরেন। ( পুলের অপর প্রান্ত হইতে ) পটি মাছ। কিন্তু