পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 বিজয়৷ প্রথম অঙ্ক বিজয়া । আপনি নিজেই যখন গ্রামের লোক তখন খবর জানবেন বই কি। আচ্ছা, শুনেছি নরেনবাবু বিলেত থেকে ভাল করেই ডাক্তারী পাস করে এসেছেন। কোন ভাল জায়গায় practice আরম্ভ করে আরও কিছুদিন সময় নিয়ে কি বাপের ঋণটা শোধ করতে পারেন না ? নরেন। সম্ভব নয়। শুনেছি practico করাই নাকি তার সঙ্কল্প নয় । বিজয়। তবে তার সঙ্কল্পটাই বা কি ? এত খরচ-পত্র করে বিলেত গিয়ে কষ্ট করে ডাক্তারী শেখবার ফলটাই বা কি হতে পারে ? একেবারে অপদার্থ। নরেন। অপদাৰ্থ ? ( হাসিয়া ) ঠিক ধরেছেন। এইটেই বোধ হয় তার আসল রোগ। তবে শুনতে পাই নাকি সে নিজে চিকিৎসা করার চেয়ে এমন একটা কিছু বার করে যেতে চায়, যাতে বহু লোকের উপকার হবে। খবর পাই এ নিয়ে সে পরিশ্রমও খুব করে । বিজয় । সত্যি হলে তো এ খুব বড় কথা । কিন্তু বাড়ীঘর গেলে কি করে এ সব করবেন ? তখন তো রোজগাব করা চাই । আচ্ছা, আপনি তো নিশ্চয়ই বলতে পারেন বিলেত যাবার জন্তে এখানকার লোক তাকে একঘরে করে রেখেছে কিনা ৷ নরেন। সে তো নিশ্চয়ই । আমার মামা পূৰ্ণবাবু তারও এক প্রকার আত্মীয়, তবুও পূজোর কদিন বাড়ীতে ডাকতে সাহস করেননি । কিন্তু তাতে তার ক্ষতি হয়নি। নিজের