পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭ বিজয়ী প্রথম অঙ্ক থেকে দেশের ম্যালেরিয়াটা পৰ্য্যস্ত না নিলে আপনার চলছে না । বিজয়া ! ( হাসিয়া ) ওঃ, এই কথা ! কিন্তু দেশ তো আপনারও। ওটা আপনারও নেওয়া হয়ে গেছে বোধ হয় ? কিন্তু মুখ দেখে তো মনে হয় না । নরেন। ডাক্তারদের একটু সবুর করে নিতে হয়। বিজয় । আপনি কি ডাক্তার নাকি ? নরেন । ই ডাক্তার বটে, কিন্তু খুব ছোট ডাক্তার। বিজয় । তাহলে আপনি শুধু প্রতিবেশী ন’ন,—র্তার বন্ধু। তার সম্বন্ধে যে সব কথ। আমি বলেছি হয়তে, গিয়ে তাকেই গল্প করবেন—ন ? নরেন । ( হাসিয়া ) কি গল্প করবো, বলেছেন একটা অপদার্থ হতভাগ লোক এই তো ? আপনার চিন্তা নেই এ অত্যন্ত পুরনো কথা, এ তাকে সবাই বলে। নতুন করে বলবার দরকার নেই। তবে, বললে হয়তে। সে কোনদিন আপনার সঙ্গে দেখা করতে যেতে পারে । বিজয় । অামার সঙ্গে দেখা করে তার লাভ কি ? কিন্তু র্তার সম্বন্ধে তে ঠিক ও-রকম কথা আপনাকে আমি বলিনি। নরেন । না বলে থাকলেও বলা উচিত ছিল। বিজয় । উচিত ছিল ? কেন ? নরেন। ঋণের দায়ে যার বাস করবার গৃহ, যার সর্বস্ব বিক্রি হয়ে যায় তাকে সবাই হতভাগ্য বলে। আমরাও বলি । সুমুখে না পারলেও আড়ালে বলতে বাধা কি ?