প্রথম অঙ্ক বিজয় *> বিলাস । আমরা তোমার সংস্রব পরিত্যাগ করতে পারি জানো ? বিজয় । সে আলোচনা আমি কাকাবাবুর সঙ্গে করবো, আপনার সঙ্গে নয় । বিলাস । আমরা তোমার সংস্পর্শ ত্যাগ করলে কি হয় জানে ? বিজয় । না ; কিন্তু আপনার দায়িত্ববোধ যখন এত বেশি তখন আমার অনিচ্ছায় যাদের নিমন্ত্রণ করে অপদস্থ করার দায়িত্ব গ্রহণ করেছেন তাদের ভার নিজেই বহন করুন। আমাকে অংশ নিতে অনুরোধ করবেন না । বিলাস । আমি কাজের লোক, কাজই ভালবাসি, খেলা ভালবাসি নে তা মনে রেখে। বিজয় । বিজয় । ( শাস্ত স্বরে ) আচ্ছ। আমি ভুলবো না । বিলাস । ( প্রায় চীৎকার করিয়া) হা—যাতে না ভোলো সে আমি দেখবো । ( বিজয়া কোন কথা না বলিয়া যাইবার উদ্যোগ করিল ) বিলাস। আচ্ছা, এত বড় বাড়ী তবে কি কাজে লাগবে শুনি ? এ তো আর শুধু শুধু ফেলে রাখা যেতে পারবে না ? বিজয়ী। (মুখ তুলিয়া দৃঢ়ভাবে ) কিন্তু এ বাড়ী যে নিতেই হবে সে তো এখনও স্থির হয়নি । বিলাস। (রাগিয়া সজোরে মাটিতে পা ঠুকিয়া) হয়েছে, একশোবার স্থির হয়েছে । আমি সমাজের মান্ত ব্যক্তিদের আহবান করে এনে অপমান করতে পারবে না। এ বাড়ী
পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।