পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o הס wడి: বিজয়া প্রথম অঙ্ক আমাদের চাই-ই, এ আমি করে তবে ছাড়বো। এই তোমাকে আমি জানিয়ে দিলুম। রাসবিহারী ফিরিয়া আসিলেন বিলাস। শুনছে। বাবা, বিজয়ী বলছেন, এ এখন হবে না —এ অপমান— রাস । হবে না ? কি হবে না ? কে বলচে হবে না ? বিলাস। (আঙল দিয়া দেখাইয়া) উনি বলচেন মন্দিরপ্রতিষ্ঠা এখন হতে পারবে না। রাস । বিজয়ী বলচেন হবে না ? বল কি ? আচ্ছ। স্থির হও বাবা, স্থির হও । কোন অবস্থাতেই উতল হতে নেই। আগে শুনি সব। নিমন্ত্রণ হয়ে গেছে ? হয়েছে। বেশ, সে তো আর প্রত্যাহার করা যায় না—অসম্ভব । এদিকে দিনও বেশি নেই, করতে হলে এর মধ্যেই সমস্ত আয়োজন সম্পূর্ণ করা চাই। এতে তো সন্দেহ নেই ম। বিজয় । কিন্তু তিনি স্বেচ্ছায় বাড়ী ছেড়ে না গেলে তে। কিছুতেই হতে পারে না কাকবাবু! রাস । কার স্বেচ্ছায় বাড়ী ছাড়ার কথা বলছে মা, জগদীশের ছেলের ? সে তো বাড়ী ছেড়ে দিয়েছে—শোননি ? বিজয়া । ( বিজয়ী বিলাসের দিক হইতে ফিরিয়া দাড়াইল । তাহার ঠোট কঁাপিতে লাগিল, নিজেকে সংযত করিয়া ) না শুনি নি। কিন্তু তার জিনিসপত্র কি হোল ? সমস্ত নিয়ে গেছেন ? - বিলাস । ( হাসির ভঙ্গিতে ) শুনেচি থাকবার মধ্যে ছিল