পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eર્થક સ્વઃ বিজয়ার বসিবার ঘর বিজয়া বাহিরে কাহার প্রতি যেন একদৃষ্টে চাহিয়াছিল—পরে উঠিয়া জানালার কাছে গিয়া তাহীকে ইঙ্গিতে আহবান করিতে একটি বালক প্রবেশ করিল—খালি গা, কোচড়ে মুড়ি তখনও চিবানে। শেষ হয় নাই। পরেশ । ডাকছিলে কেন ম{-ঠাকরুণ ? বিজয় । কি করছিলি রে ? পরেশ । মুড়ি খাচ্ছিন্ন । বিজয় । এ কাপড়খান তোকে কে কিনে দিলে পরেশ ? নতুন দেখছি যে ! পরেশ । ই নতুন। মা কিনে দিয়েছে। বিজয়ী y এই কাপড় কিনে দিয়েছে ! ছি ছি কি বিক্র পাড় রে (নিজের শাড়ীর চওড়া সুন্দর পাড়খানি দেখাইয়া) এমন ধারা পাড় নইলে কি তোকে মানায় ? পরেশ । ( ঘাড় নাড়িয়া সায় দিয়া ) মা কিছু কিনতে জানে না । তোমাকে কে কিনে দিলে ? বিজয় । আমি আপনি কিনেছি ।