পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ী দ্বিতীয় অঙ্ক حياتة দিলে বলবে—মাঠান বলে দেছে দুটো ফাউ দিতে—না ? তবে পয়সী ঘটে। দেব—না ? বিজয় । ( হাসিয়া ) হা, তবে পয়সা দুটো হাতে দিবি । আর আমনি দোকানীকে জিজ্ঞেস করবি—ওই যে বড়ো বাড়ীতে নরেনবাবু থাকতো—সে কোথায় গেছে ? কি রে পারবি তো ? পবেশ । ( মাথা নাড়িয়া ) আচ্ছা পয়সা টো দাও না তুমি—আমি ছুট্টে গিয়ে নিয়ে আসি । বিজয় । ( তাহার হাতে পয়সা দিয়া ) বাতাস হাতে পেয়ে ভুলে যাবি নে তো ? পরেশ । নাঃ—( বলিয়াই দৌড় দিল । বিজয়। ফিরিয়৷ আসিয়া একটা চেকিতে বসিতেই পরেশের মা প্রবেশ করিল ) পরেশেব মা। পরেশকে বুঝি কোথাও পাঠালে দিদিমণি ? সে উদ্ধ মুখে ছুটেছে। ডাকলুম, সাড়া দিলে না। বিজয় । ( হাসিয়া ) ও–পরেশ ছুটেছে বুঝি ? তবে নিশ্চয় দিঘড়ায় বাতাস। কিনতে দৌড়েছে। হঠাৎ আমার কাছে ছুটে পয়সা পেলে কিনা ! পরেশের মা । কিন্তু বাতাসা তো কাছেই মেলে—সেখানে কেন ? বিজয় । কি জানি সেখানে কে এক গোবিন্দ দোকানী আছে সে নাকি একটু বেশি দেয় । পরেশের মা। বইগুলো যে গুছিয়ে তোলবার কথা ছিল-- তুলবে না ? বিজয়। এখন থাকগে পরেশের মা !