পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক বিজয়৷ 5న পরেশের মা। একটা কথা তোমায় বলতে চাই দিদিমণি, ভয়ে বলতে পারি নে । , বিজয় । কেন, তোমার ভয়ট কিসের ? কি কথা? পরেশের মা। কালীপদ বলছিলো সে তো আরুটিকতে পারে না। ছোটবাবু তাকে ছ'চক্ষে দেখতে পারেন না। যখন তখন ধমকানি। ও ছিল কর্তাবাবুর খানসাম—অভ্যেস ছিল কলকাতায় থাকার। কাল নাকি ছোটবাবু তাকে হুকুম দিয়েছেন তার এখানে কাজ কম, উড়ে মালীর সঙ্গে বাগানে খাটতে হবে, নইলে জবাব দেওয়া হ’বে, বয়েস হয়েছে, পারবে কেন বাগানে গিয়ে কোদাল পাড়তে দিদি ! বিজয় । ( দৃঢ়কণ্ঠে ) না, তাকে কোদাল পাড়তে হবে না। ছোটবাবুকে আমি বলে দেবো । পরেশের মা। আমাদের যত্ন ঘোষ গোমস্ত মশাই বলছিল যে— r - - বিজয় । এখন থাক্‌ পরেশের মা । আমার একখানি দরকারী চিঠি লেখবার আছে পরে শুনবে। এখন তুমি যাও । পরেশের মা। আছু যাচ্ছি দিদিমণি। পরেশের মা চলিয়া গেলে বিজয় জানালার কাছে গিয়া বাহিরে . উকি মারিয়া দেখিল কিন্তু পরক্ষণেই ফিরিয়া আসিয়া একটা চিঠির কাগজ টানিয়া লইয়া লিখিতে निंन কালীপদ দ্বারের কাছে মুখ 월 > বাড়াইয়৷ ডাকিল ' "कनौथम +~~भ#4-WikitanvirBot (আলাপ) ০৮:০২, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি) ~ WikitanvirBot (আলাপ) ০৮:০২, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি) ~ ~ ”**