পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 বিজয়৷ দ্বিতীয় অঙ্ক বিজয় । না বলতে সত্যিই পারবো না ; এবং আপনাকেও বলবো এই সত্যি কথাটা আপনারও অনেক পূর্বেই আমাকে বলা উচিত ছিল । ( নরেন মলিনমুখে নীরব হইয়া রহিল ) অন্য পরিচয়ে নিজের আলোচনা শোনা আর লুকিয়ে আড়ি পেতে শোনা দুটোই কি আপনার সমান বলে মনে হয় না নরেনবাবু ? আমার তো হয়। তবে কিনা আমরা ব্রাহ্ম সমাজের আর আপনার হিন্দু এই যা প্রভেদ। নরেন। (একটুখানি মৌন থাকিয় ) আপনার সঙ্গে অনেক রকম আলোচনার মধ্যে নিজের আলোচনাও ছিল বটে, কিন্তু তাতে মন্দ অভিপ্রায় কিছুই ছিল না । শেষ দিনটায় পরিচয় দেবে মনেও করেছিলাম, কিন্তু কি জানি, কেম হয়ে উঠলে না। কিন্তু এতে তো আপনার কোন ক্ষতি হয় নি । বিজয়া । ক্ষতি একজনের তো কত রকমেই হতে পারে নরেনবাবু। আর যদি হয়ে থাকে সে হয়েই গেছে। আপনি এখন আর তার উপায় করতে পারবেন না । সে থাক, কিন্তু এখন যদি সত্যিই আপনার নিজের সম্বন্ধে কোন কথা জানতে চাই তাহলে কি— নরেন । রাগ করবো ? ম?--না—না ! প্রশাস্ত নিৰ্ম্মলহাস্তে তাহার মুখ উজ্জ্বল হইয়া উঠিল বিজয় । আপনি এখন আছেন কোথায় ? নরেন। গ্রামান্তরে আমার দূর সম্পর্কের এক পিসী এখনো বেঁচে আছেন, তার বাড়ীতেই গিয়েছি ।